প্রেসবিজ্ঞপ্তি/

0

শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২০
শান্তিপূর্ণ মিছিলে হামলা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ মিরপুরে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ হঠাৎ মিছিলের ওপর বেধড়ক লাঠিচার্জ শুরু করে। পুলিশের এই বর্বরোচিত হামলায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহ-সভাপতি ওমর ফারুক কাউসার এবং ছাত্রদল ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। আহত নেতৃবৃন্দ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই বর্তমান বিনা ভোটের সরকার বিরোধী দল ও মতকে পরোয়া করছে না। মানুষের কল্যাণে কাজ না করে ক্ষমতার দাম্ভিকতায় ত্রাস সৃষ্টির মাধ্যমে গোটা দেশকে দখলে নিতে চায় তারা। সারাদেশে গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা এবং বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে দলীয় সন্ত্রাসী বাহিনী ও পুলিশ দিয়ে হামলা সংঘটনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আবারো অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতায় আসার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ সরকার। এই উদ্দেশ্য পূরণে সরকার এখন আরো বেশী মাত্রায় দানবীয় রুপ ধারণ করেছে। সন্ত্রাসী কর্মকান্ডের মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে নিরবচ্ছিন্নভাবে রাষ্ট্রক্ষমতার স্বাদ পেতে বিএনপি-কে ধ্বংস করার জন্যই বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাবন্দী রাখা হয়েছে। তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ মিরপুরে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা আবারও প্রমান করলো দেশে এখন পুলিশী শাসন চলছে, বর্তমান অবৈধ ক্ষমতাসীনরা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দীর্ঘকাল জনগণের ওপর শোষণ-নির্যাতন চালাতে এবং বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর। আজ মিরপুরে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ মিছিলে পুলিশী লাঠিচার্জ ও নেতাকর্মীদের আহত করার ঘৃন্য ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিবসহ আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com