বিএনপির মিছিলে পুলিশের হামলা, রিজভীসহ আহত বেশ কয়েকজন

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা ১১ টায় রাজধানীর মিরপুরের কাঁচাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালায়। এ হামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, আজ সকাল ১১টার দিকে মিরপুর কাঁচাবাজার এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা একটি বিক্ষোভ মিছিল বের করি। কিছুক্ষণ পরেই মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আমরা বেশ কয়েকজন আহত হয়েছি। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com