যাত্রীদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক হলেও বাস্তবে তা মানছেন না অধিকাংশ যাত্রী
ঈদুল আজহার ছুটি শেষ হতে এখনও দুদিন বাকি। তবে অনেকেই আগেভাগে ঢাকায় ফিরছেন কর্মস্থলের উদ্দেশে। ঈদ ফেরত যাত্রায় এখনও স্বস্তির কথা জানাচ্ছেন যাত্রীরা। ট্রেনও চলছে সময়মতো। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুক্র ও শনিবারে যাত্রীদের চাপ অনেক বেড়ে যেতে পারে। রেলওয়ের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক হলেও বাস্তবে তা মানছেন না অধিকাংশ যাত্রী।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ট্রেনগুলো নির্ধারিত সময়ে পৌঁছেছে। যাত্রীদের কাছ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে তীব্র গরমে শিশু ও নারীদের কষ্ট করতে দেখা গেছে।