বিকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
দেশে চলমান পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় ঠিক করতে বিকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি খুদে এক বার্তায় বলেন, আজ বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে এ বৈঠক হবে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা, সংসদীয় উপনির্বাচন এবং দলের সাংগঠনিক বিষয় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।