লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল মাঝি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোসলেহ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের শফিক উদ্দিনের ছেলে।
জানা গেছে, মোসলেহ উদ্দিনের ৩ ছেলে-মেয়ে রয়েছে। গত ২৭ রমজান থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি চরমার্টিন শ্বশুরবাড়িতে ছিলেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, মোসলেহ উদ্দিন মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি এলাকায় তাকে গাঁজাসহ ধরে স্থানীয়রা।
নিহতের স্ত্রী রুনা আক্তার বলেন, ‘রাতে আমরা এক সঙ্গে ঘুমিয়েছি। রাত ১টার দিকে মোসলেহ উদ্দিন ঘুম থেকে উঠে বাইরে যায়। এরপর ঘরে ফেরেনি। সকালে উঠে তাকে খুঁজতে গেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। চিৎকার দিলে সবাই ছুটে আসে।’ তবে কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।
শ্বশুর কামাল মাঝি বলেন, ‘ফজর নামাজ পড়ে এসে দেখি মোসলেহ উদ্দিন গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলে আছে। কী কারণে ঘটনাটি ঘটেছে আমরা তা নিশ্চিত নই।’