স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে স্বৈরশাসকের বিদায় জরুরি: আ স ম রব
জনগণের রক্তে অর্জিত রাষ্ট্রের সুবর্ণজয়ন্তী জনগণের সরকারের পালন করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে স্বৈরশাসনের বিদায় জরুরি।’
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলিস্তানে জেএসডির কার্যালয়ে আয়োজিত দলটির সাবেক সভাপতি নূর আলম জিকুর এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। নূর আলম জিকুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।