আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

0

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর সদস্যরা আগামী দিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

প্রতিবেদন অনুযায়ী এ ঘটনায় যারা দায়ী, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে। কাউকে অ্যাটাচ করা হয়েছে। যেহেতু এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এ সদস্যরা কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আবদুল হামিদের দেশত্যাগ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় ইন্টারপোল কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শনের ব্যাপারে তিনি বলেন, আমার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় সেটি বিস্তারিত জানা। ইমিগ্রেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক উন্নত ও যুগোপযোগী হয়েছে। এ উন্নতির ধারা যেন অব্যাহত থাকে, সে আশা করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.