অর্থ পাচারকারীদের ক্ষমতার উৎস জানতে চান ড. কামাল

0

অর্থ পাচারকারীদের ক্ষমতার উৎস কী তা জানতে চেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, অর্থ পাচারের বিষয়ে সরকার কী কৈফিয়ত দেবেÑ কেন পাচার হচ্ছে এত এত টাকা? গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে গণফোরামের উদ্যোগে ‘একুশ মানে অধিকার আদায়ের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন করেন।

ড. কামাল হোসেন বলেন, অস্ত্র দিয়ে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়ে আমাদের বঞ্চিত করে দেশের পুঁজি বা অর্থ পাচার করবে, কার বাবার সম্পত্তি তোমরা পাচার করছ? তাদের ধরে না কেন? বলা হয় না কেন কোথা থেকে তোমরা এ ক্ষমতাটা পেলে? এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে ডাকাতি। আমরা গ্রাম পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে চোর-ডাকাতকে যেভাবে ধরি, আজকের রাষ্ট্রের ডাকাতদের সেভাবে ধরতে হবে। জনগণ টাকা পাচারকারীদের চিহ্নিত করে রেখেছে।

কামাল হোসেন বলেন, গত ৪৮ বছর আমরা জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছি সেগুলো বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষকে মালিকের ভূমিকা পালন করতে হবে। এখানে কারও দয়ামায়ার বিষয় নেই। এটা আমাদের প্রাপ্য অধিকার। তাই ক্ষমতার মালিককে যেভাবে ক্ষমতা প্রয়োগ করতে হয়, সেভাবে জনগণকে ক্ষমতা প্রয়োগ করতে হবে। তিনি বলেন, দুর্নীতিবাজরা কখনো দাবি করতে পারে না তারা উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে গেছে। মালিক এ দেশের সবাই। দেশে গণতন্ত্র চলতে না দিলে সাময়িকভাবে তারা ক্ষমতাকে হাতে নিয়ে এর অপব্যবহার করে এবং দেশের অর্থ পাচার করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

গণফোরাম সভাপতি বলেন, স্বৈরশাসকরা কখনো ঐক্যের সামনে তারা দাঁড়াতে পারে না। তারা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সাহস করতে পারে না। আর এটাই হলো আমাদের শক্তির উৎস। তারা মনে করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে কায়দা করে সত্যিকার অর্থে মানুষের রায় তাদের পক্ষে নিতে পারবে। কিন্তু তারা পারেনি।

কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার চৌধুরীসহ গণফোরাম নেতারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com