সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
তিনি বলেন, এদেশের গুমের রাজা কে? খায়রুল হক। ইন্ধনদাতা কে? খায়রুল হক। এই খায়রুল হক কার নির্দেশে আজ গুম-খুনের রাজা হয়েছেন? শেখ হাসিনা সরকারের নির্দেশে। যে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে এই বিচার বিভাগ চালিয়েছেন। যে ফ্যাসিবাদ হাসিনার নির্দেশে এদেশের ছাত্র-জনতাকে গুম-খুনের মধ্যদিয়ে গিয়েছেন। তাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না আমি বুঝতে পারছি না।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ মিছিল ও আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবেদীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, খায়রুল হক বাংলাদেশকে ধ্বংস করেছেন। গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনি আইনের শাসন ধ্বংস করে দিয়েছেন। যিনি বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছেন। আপনাকে সতর্ক করছি। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ফ্যাসিস্টদের বিচার করার জন্য। কিন্তু আপনি এই বড় ফ্যাসিস্টের নাম একবারও নেন না। দেশ-জাতি আশা করে আপনি অবিলম্বে এই ফ্যাসিস্টকে গ্রেফতারের জন্য আদালত থেকে আদেশ গ্রহণ করবেন।
জয়নুল আবেদীন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা বিনা অপরাধে যদি আপনার বিচার করতে পারে। আপনারও দায়িত্ব রয়েছে যিনি দেশ ধ্বংস করেছেন এবং শেখ হাসিনাকে যিনি দিনের পর দিন ফ্যাসিস্ট বানানোর জন্য সাহায্য-সহযোগিতা করেছেন; বিচার বিভাগের মাধ্যমে তার বিচার করা এবং তাকে গ্রেফতার করা। কিন্তু কেন আপনি তাকে গ্রেফতার করছেন না। আজ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বলছি অবিলম্বে আমাদের যেন আর কোনো কর্মসূচি দিতে না হয়। তার আগে আপনি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন। ২৪ ঘণ্টার মধ্যে আমরা খায়রুল হকের গ্রেফতার দেখতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অবিচারক খায়রুল হকের বিভিন্ন কর্মকাণ্ড সম্পার্কে আমরা আইনজীবীরা প্রত্যক্ষ সাক্ষী। আরা সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ পরোক্ষ সাক্ষী। যেহেতু আমরা আইনজীবীরা প্রত্যক্ষ সাক্ষী তাই ফোরামের নেতৃত্বে আইনজীবী সমাজ খায়রুল হকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
ব্যারিস্টার কায়সার কামাল জানান, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা এবং দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে দাবিতে আগামী ৭ মে দুপুর ১টায় সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে আইনজীবী সমাবেশ করা হবে।