জার্মানিতে উগ্রবাদী হামলায় নিহতদের ৫ জন তুর্কি নাগরিক
জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরে সিসা বারে বন্দুক হামলায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৫ জনই তুরস্কের নাগরিক।
বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। বন্দুকধারী উগ্রবাদী শ্বেতাঙ্গ ব্যক্তি আত্মঘাতী হওয়ার আগে হত্যা করে নিজের মাকেও।
ডেইলি সাবাহ জানায়, হামলাটিকে ‘জাতিবিদ্বেষের’ কারণ হিসেবেই দেখছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
পুলিশ জানায়, ৪৩ বছর বয়সী ঘাতক টোবিয়াস জার্মান নাগরিক। অভিবাসীদের হত্যা করতেই বারে ঢুকে এই হামলা চালিয়েছে সে। এর আগে কোনো ধরনের অপরাধের রেকর্ড ছিল না তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে টোবিয়াসের তটপরতা দেখে তাকে উগ্র জাতীয়তাবাদী হিসেবে শনাক্ত করা গেছে। তার আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স ছিল। গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর ম্যাগাজিন।
এদিকে বার্লিনে সংবাদমাধ্যমের কাছে চ্যান্সেলর মার্কেল জানান, জাতিবিদ্বেষের কারণেই যে এই হামলা, তা স্পষ্ট।
তিনি বলেন, ‘জাতিবিদ্বেষ ও ঘৃণা হলো বিষ। আমাদের মানতে হবে এই বিষ আমাদের সমাজেই রয়েছে এবং তা বহু অপরাধের জন্য দায়ী।’
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান নিশ্চিত করেন, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন তুর্কি অভিবাসী। জার্মান সরকারের যথাযথ তদন্তে হামলার প্রকৃত উদ্দেশ্য উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।