অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী প্রতারকচক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

0

অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারকচক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতাররা হলেন- মো. সামিউল ইসলাম (৩১) ও মো. রুবেল আহম্মেদ শেখ (২৮)।

অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে এটিইউয়ের গণমাধ্যম শাখার পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি, নর্থ সাউথ রোড এবং নড়াইলের কালিয়া থানার রঘুনাথপুর বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, খুলনার ফুলতলা থানা এলাকার বাসিন্দা ভুক্তভোগী মো. ফরিদ আহম্মেদ অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে পণ্য কিনতে প্রতারকচক্রের কাছে টাকা পাঠান। কিন্তু পণ্যের মূল্য পরিশোধের পরও তারা পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করে। পরে ফরিদ আহম্মেদ প্রতারকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা প্রদত্ত সব নম্বর বন্ধ পেয়ে যান।

পণ্য পাওয়ার আশায় ভুক্তভোগী মো. ফরিদ আহম্মেদ দীর্ঘদিন ধরে প্রতারকচক্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর তিনি ‘ইনফর্ম এটিইউ’ অ্যাপে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ফুলতলা থানায় একটি মামলা (নম্বর-৬) দায়ের হয়। পরে তথ্যপ্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.