বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে: আমিনুল হক

0

বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে। এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, মানবিক সমাজ গঠনে বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়। তারেক রহমানের নির্দেশনায় আমরা সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু একটি প্রতিষ্ঠানকে সহায়তা করছি না, বরং একটি মানবিক বার্তাও পৌঁছে দিচ্ছি। সেটা হলো- বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, মানুষের পাশে থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.