দেশকে অস্থিতিশীল করতে এখনও পরাজিত ফ্যাসিবাদ চক্র গভীর ষড়যন্ত্র চালাচ্ছে: আব্দুস সালাম
গণতন্ত্র ফিরিয়ে আনার পথ সহজ করতে নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে পারলেও দেশকে অস্থিতিশীল করতে এখনও পরাজিত ফ্যাসিবাদ চক্র গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।
নির্বাচন দিতে দেরি হলে এই চক্র আরও বেশি সক্রিয় হয়ে উঠবে।
গত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মালিকানা ছিনতাই হয়ে গিয়েছিল। সেই মালিকানা দেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। আমরা চাই দেশে দ্রুত একটি নির্বাচিত সরকার আসুক।
রোববার (২০ এপ্রিল) দুপুরে নাটোর শহরের কানাইখালি এলাকার স্থানীয় একটি রেস্তোরাঁয় জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারপারসনের উপদেষ্টা সালাম বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। গণতন্ত্র রক্ষার জন্য রাজনীতি করে। বিএনপির জন্ম হয়েছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করার জন্য। দেশে যত সংস্কার হয়েছে, সব বিএনপি করেছে।
বিএনপি ক্ষমতায় থেকে এবং বাহিরে থেকেও সংস্কার করেছে। ষড়যন্ত্রকারীরা জানে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। সেজন্য ভোট পেছানোর ষড়যন্ত্র চলছে। বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটের মাধ্যমে সরকারে আসবে। আজ কেউ যদি নির্বাচন পেছাতে চান, তাহলে আমরা ভাববো সেই ফ্যাসিবাদকে আবার আনতে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র ফিরে আসার পথ সহজ করতে হবে। সেজন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। ৫ই আগস্টের পর আমরা আশায় আছি, দেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু ৮ মাস পার হলেও আমরা সেই রোডম্যাপ দেখছি না।
তিনি আরও বলেন, দীর্ঘ বছর আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি। আমরা চেয়েছি দেশে একটি নির্বাচিত সরকার আসুক। নির্বাচিত সরকার তখনই আসবে, যখন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য এত বছর ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল।
তিনি বলেন, নির্বাচন ছাড়া কোনো সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ, স্বৈরাচারেরা জন্ম নেয়। বিএনপি জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে ওই সরকারের জবাবদিহিতা থাকে। আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেব খুব দ্রুত নির্বাচনের ঘোষণা দেবেন। এবং নির্বাচনে নির্বাচিতরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।