মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দক্ষিণ পাইকপাড়া এলাকায় পুকুর থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার

0

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দক্ষিণ পাইকপাড়া এলাকায় একটি পুকুর থেকে ৩২৬ রাউন্ড ৭.২৬ চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়ার আলফাজ উদ্দিনের বাড়ির পূর্ব পাশের পুকুরে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এসময় পুকুরের দক্ষিণ পাশে পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে ঝুলানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ (তিনশত ছাব্বিশ) রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক জানান, ধারণা করা হচ্ছে ৫ আগস্ট থানা থেকে লুট করা এসব গুলি কোনও দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উল্লেখিত স্থানে লুকিয়ে রেখেছিল। অভিযুক্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.