সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

0

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজাদ হোসেন নামের এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার পৌরশহরের থানার মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত বিএনপি নেতার নাম আজাদ হোসেন। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। পৌর জামায়াতের আমির হাফিজুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, জামায়াত-শিবিরের নেতারা পৌর বাস টার্মিনাল থেকে নিয়মিত টোল আদায় করেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টার্মিনালের মালিক সমিতি দখল নিয়ে সাবেক প্রসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নামিয়ে ফেলা হয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের সরিয়ে দেই। এ ঘটনার জের ধরে আজ পৌর জামায়াতের আমির হাফিজুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন আজাদের ওপর অতর্কিত হামলা চালান। এসময় আজাদকে হাতুড়িপেটা করে তারা পালিয়ে যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.