২১ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান স্বজনরা
দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান তার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা দেখা করতে চান। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।
আবেদনে বেগম খালেদা জিয়ার ভাতিজা শাফিন ইস্কান্দার, ভাতিজার বউ অরনী ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগিনা শাহরিয়া হক, ছোট ভাইয়ের বউ কানিজ ফাতিমা দেখা করতে চান বলে উল্লেখ করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান তার স্বজনরা। এজন্য তার ছোট ভাই শামীম ইস্কান্দার কারা কর্তৃপক্ষের কাছে বুধবার আবেদন করেছেন।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট (ষড়যন্ত্রমূলক) দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আগামী রোববার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে শুনানীর জন্য নির্ধারিত রয়েছে।