নতুন মামলায় সালমান-আনিসুল-কামরুলসহ গ্রেফতার ১৩

0

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৩ হেভিওয়েটকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার দেখানো অন্যরা হলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত গ্রেফতার দেখান। এদিন সকাল ৯টায় আসামিদের আদালতের হাজতখানায় হাজির করা হয়। এরপর ৯টা ৫০ মিনিটে তাদের আদালতে উঠিয়ে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে আদালতে সেটি মঞ্জুর করেন।

এরমধ্যে, আনিসুল হককে শাহবাগ থানার এক, মুগদা থানার এক ও যাত্রাবাড়ী থানার পাঁচ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মুগদা থানার এক ও যাত্রাবাড়ী থানার চার, জুনাইদ আহমেদ পলককে মুগদা থানার এক ও যাত্রাবাড়ী থানার তিন এবং শাজাহান খানকে যাত্রাবাড়ী থানার তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে যাত্রাবাড়ী থানার পৃথক পৃথক একটি করে মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

এদিকে, যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় ইমরান হাসান হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া একই থানাধীন দনিয়া এলাকায় মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে।আসামিরা প্রত্যেকেই বিভিন্ন মামলায় রিমান্ড ভোগ শেষে কারাগারে আটক আছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.