নাবিক সিলেকশনে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) স্বজনপ্রীতি, নাবিকদের হয়রানি, নাবিক সিলেকশনে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে এসব অভিযোগের সত্যতা পায়।
দুদকের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুজ পেজে জানানো হয়, বাংলাদেশ শিপিং করপোরেশন চট্টগ্রামে স্বজনপ্রীতি, নাবিকদের হয়রানি, নাবিক সিলেকশনে অনিয়ম, নানাবিধ অনিয়ম ও বৈষম্য সৃষ্টির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক চট্টগ্রাম-১ থেকে বৃহস্পতিবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগকারীদের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনায় বেশ কিছু অভিযোগের সত্যতা রয়েছে মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিপিং করপোরেশনের কয়েকটি অভিযোগের বিষয়ে বুধবার এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়। এতে অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা করা হয়। পরবর্তী সময় অভিযোগের বিষয়ে যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হবে। এরপর এসব রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।