যেখানেই ইসরায়েলি পণ্য, সেখানেই বয়কট করবো: রকিবুল ইসলাম বকুল
ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ‘যেখানেই ইসরায়েলি পণ্য, সেখানেই বয়কট করবো’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গাজায় গণহত্যা বন্ধের দাবি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি।
রকিবুল ইসলাম বকুল বলেন, আজ ইসরায়েলি পণ্য বয়কট ছাড়া আমরা আর কী করতে পারি। আমরা যদি সারা বিশ্বের সকল মুসলিমরা এক হতে পারি তাহলে এমন কোনও শক্তি নেই যারা আমাদেরকে আটকাতে পারবে। আমরা ইহুদিদেরকে পরাজিত করতে সক্ষম হবো। ধিক্কার জানাই সারা বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত প্রতিবাদ না জানিয়ে নিশ্চুপ বসে আছে। সারা বাংলাদেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ সারা বিশ্বে শান্তি নিয়ে কাজ করে গেলেও মুসলমানদের ছোট্ট একটি আবাসভূমি গাজায় ৬০ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হলেও এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি।