ইসরাইলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার: সালাহউদ্দিন

0

‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

‘ইসরাইলের বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি অচিরেই কর্মসূচি ঘোষণা করবে’ বলে জানান তিনি।

তিনি বলেন, পরাশক্তি যারা ইসরাইলকে মদদ দিচ্ছেন, তাদের বিষয়ে মুসলিম বিশ্বে পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গাজা ও রাফায় ইসরাইল কর্তৃক গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ তিনি এসব কথা বলেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এক্ষেত্রে জাতিসঙ্ঘের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ইসরাইল জাতিসঙ্ঘের কোনো নির্দেশনা আজ পর্যন্ত মানেনি, এমনকি জাতিসঙ্ঘের কোনো রেজুলেশনকে সম্মান দেয়নি।

দেশ ও বিশ্বের সকল মানুষকে ইসরাইলের এই বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এছাড়া বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.