কাসেম সোলাইমানিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : জাতিসঙ্ঘ

0

ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির ট্রাম্পের সরাসরি নির্দেশে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসঙ্ঘ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতিসঙ্ঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড এ কথা বলেন।

এক বক্তব্যে তিনি বলেন, জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডের মাধ্যমে এমন একটি অপরাধমূলক প্রক্রিয়া শুরু করা হলো, যা শেষ পর্যন্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও জানান, যুক্তরাষ্ট্র ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

তেমনি আন্তর্জাতিক বিশ্লেষকরা জানান, যে প্রক্রিয়ায় জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে বিশ্বের ড্রোন-সমৃদ্ধ অন্যান্য দেশও সেই প্রক্রিয়ায় শত্রু দেশের রাজনৈতিক নেতাদের হত্যা করা শুরু করলে বিশ্বে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। গত ৩ জানুয়ারি শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির উপর পেণাস্ত্র নিপে করে মার্কিন সেনারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com