গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল, কনসার্ট শনিবার

0

রাফাহ ও গাজায় ইসরাইল কতৃর্ক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং আগামী শুক্রবারের (১১ এপ্রিল) ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ মিছিলকে সমর্থন জানিয়ে এক দিন পিছিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট শনিবার (১২ এপ্রিল) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

তিনি বলেন, রাফাহ ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এর প্রতিবাদে বিশ্বব্যাপী তীব্র নিন্দা ঝড় উঠেছে। আমরা প্রতিটি প্রতিবাদকে সমর্থন জানিয়ে যাচ্ছি। আমরা ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের কনসার্ট ১১ এপ্রিল পূর্বঘোষিত কর্মসূচি ছিল, যেহেতু সেদিন শুক্রবার দেশের ধর্মপ্রাণ মুসলমান ইসরাইল কতৃর্ক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে। আমরা সেটিতে অংশ নেব, সমর্থন জানিয়ে ১২ এপ্রিল কনসার্টটি করা সিদ্ধান্ত নিয়েছি।

ডিএমপিতে সেটি জানাতে এসেছিলেন বলে জানান এ্যানী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.