পরমাণু বোমা বিস্ফোরণের অবস্থায় নিয়ে গেছে কাশ্মীর, হুমকি পাকিস্তানের

0

দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বুধবার প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি গণতান্ত্রিক সরকার, মানবাধিকার সংগঠন ও পার্লামেন্টকে স্পর্শকাতর বিষয়টিতে সিরিয়াস হওয়ার অনুরোধ করেন।
ইসলামাবাদে ওই ব্রিফিংয়ে ব্রিটিশ এমপি দেবি আব্রাহামস উপস্থিত ছিলেন। কোরেশি বলেন, তিনি যা বলেছেন- এটা প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য নয়। তিনি বলেন, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিষয়টি তোলা হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে পরমাণু ইস্যুতে বিশ্বে কী প্রভাব পড়তে পারে, সে সম্পর্কে একটি প্রতিবেদনও রয়েছে বলে তিনি দাবি করেন।
দেবি আব্রাহামসকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। ভারতবিরোধী কার্যকলাপ করার অভিযোগ এনে মঙ্গলবার তার ভিসা বাতিল করে ভারত। তিনি ব্রিটেনে কাশ্মীর বিষয়ক সর্বদলীয় সংসদীয় প্যানেলের সভাপতি। তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিদর্শন করবেন। মানবাধিকার পরিস্থিতি দেখতে জম্মু ও কাশ্মীরে যাওয়ার কথা ছিলো তার।
পাকিস্তানের কোনও নেতার পরমাণু যুদ্ধের হুমকি এটাই প্রথম না। গত বছরের আগস্টে ভারত সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। ফলে বিশেষ মর্যাদা ও সুবিধা হারায় সেখানকার বাসিন্দারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইমরান খান বলেন, তিনি যুদ্ধের বিপক্ষে; কিন্তু পরমাণু অস্ত্রধর দুইটি দেশ যদি গতানুগতিক যুদ্ধে জড়ায়, তাহলে পরমাণু যুদ্ধের আশঙ্কা থাকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com