ইরানসহ ৬ জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ
মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত চীনের শীর্ষ পর্যায়ের কূটনীতিক ঝ্যাং মিং। এসময় তিনি বলেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে তার দেশকে একতরফাভাবে বের করে নিয়ে গেছেন। এরপর ইরানও বেশকিছু পদক্ষেপ নিয়েছে যার আওতায় তেহরান পরমাণু সমঝোতার বেশকিছু ধারা এখন আর মেনে চলবে না। তবে ইরান বলেছে পরমাণু সমঝোতা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয় তাহলে ইরান তার সিদ্ধান্ত পরিবর্তন করবে।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসনের ভেতরে ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের বিরাট বড় লবি কাজ করছে যাদের কারণে পরমাণু সমঝোতা বাঁচিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।