রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগ

0

রাজধানীর বনশ্রীতে রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।

রামপুরা থানায় সোয়েব রহমান জিসানের (২৫) নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে এই মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। মামলায় তার ছোট ভাইকেও মারধরের অভিযোগ করেছেন তিনি।

রাফিয়া তামান্না একটি ইংরেজি পত্রিকায় কাজ করেন। তিনি অভিযোগ করে বলেন, বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে ছোট ভাই রিশাদকে নিয়ে বনশ্রী ই-ব্লকের তিন নম্বর রোডের মুখে একটি জুসের দোকানে ছিলাম। এ সময় কয়েকজন স্থানীয় যুবক আমাকে উত্ত্যক্ত করতে শুরু করে। আমার ভাই প্রতিবাদ করলে তারা প্রথমে তাকে মারধর করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও শ্লীলতাহানি করে এবং কিল-ঘুষি মারে।’

তিনি বলেন, আমরা নিজেদের বাসার সামনেই নিরাপদ নই। ছেলেগুলো এমনভাবে আচরণ করছিল যেন তারা যা করছে সেটাই তাদের অধিকার। আমার ভাই যখন প্রতিবাদ করলো, তখন তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এমনকি তারা আমাকে হেনস্তা করার পরও অকপটে বলে, ‘হ্যাঁ, আমরা রেপ করেছি, কী করবে?’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com