একটি চক্র দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: পিন্টু

0

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু বলেছেন, একটি চক্র দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌর সভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বামনহাটা ঈদগাঁ মাঠে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম পিন্টু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলবে। আমি আপনাদের দোয়ার বরকতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্মম নির্যাতনে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এ দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেওয়া যাবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com