ভোলায় ঈদের কেনাকাটা করতে আসা কিশোরীকে ধর্ষণ

0

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে ঈদের কেনাকাটা করতে এসে একটি দোকানে মোবাইলে চার্জ দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)।

শনিবার সন্ধ্যায় শশীভূষণ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে দোকান মালিক সুমন, তার সহযোগী রফিকুল ইসলাম ও মো. স্বাধীনসহ তিন জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করে।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার বিকালে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসে কিশোরী। কেনাকাটার একপর্যায়ে তার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে সুমনের দোকানে চার্জ দিতে যান। সুমন কিশোরীকে তার দোকানের পেছনে শয়নকক্ষে ফোন চার্জ দিতে বলে। কিশোরী ওখানে বসেই ফোন চার্জ দিচ্ছিলেন। কিছুক্ষণ পর রফিকুল ও স্বাধীন দোকানের পেছনে যায়।

রফিকুল তার সহযোগী স্বাধীনকে সেখানে পাহারায় রেখে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও যুবকরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সুযোগে সুমন ও স্বাধীন পলিয়ে যায়। তবে অভিযুক্ত রফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com