কোনোভাবেই যাতে স্বৈরাচার ও তার প্রেতাত্মারা কাঁধে চেপে বসতে না পারে: তারেক রহমান

0

‘মতভিন্নতা’ থাকলেও যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনোভাবেই যাতে স্বৈরাচার ও তার প্রেতাত্মারা কাঁধে চেপে বসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার কথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।

মতভিন্নতা থাকবে, আমরা বসব, আলোচনা করব। এমন কিছু আমরা বলব না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। এটি হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ আজকের এই ইফতার মাহফিলে। ’

গতকাল শনিবার রাজধানীর স্কাই সিটি হোটেলে ১২ দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আন্দোলনে সহকর্মী-আপনজনদের হারানোর কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘আসুন যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্য ধরে রাখি।

আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামীদিনে এই ঐক্য ধরে রেখে এ দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠিত করার। এ দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব। ’

আড়াই বছর আগে পরিবর্তনের লক্ষ্যে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের প্রস্তাবের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে আমরা দেখছি, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে আপনারা সবাই রাজনীতিবিদ।

সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নির্ভয়ে ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকে গণতন্ত্র বলি আমরা। কেউ কেউ বলছেন, সংস্কার আগে শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। ’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের রাজনৈতিক ভিন্নমত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আছে।

কিন্তু একটি জায়গায় আমরা সবাই এক। তা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র। ’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com