পুলিশ ও স্থানীয় নেতাদের সপ্তা দিলেই ফুটপাতে বসানো যায় দোকান!

0

ফলে মহানগরের ফুটপাতগুলো দখলমুক্ত করা প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন রাজধানীর গুলিস্থান ও মতিঝিলসহ বিভিন্ন এলাকার পুটপাথ ব্যবসায়ীরা। যে কারণে ফুটপাতে চলতে ভোগপোহাতে হয় নগরবাসীর। পাশাপাশি এ কারণেই যানজটও লেগে থাকে।

একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক গবেষণা তথ্য অনুযায়ী, রাজধানীতে মোট হকার দুই লাখ ৬০ হাজার। যাদের দৈনিক চাঁদা গুণতে হয় গড়ে ১৯২ টাকা করে।

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলছেন, উচ্ছেদের পর নজরদারি না থাকার কারণেই দখলমুক্ত থাকছে না ফুটপাত। আর জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিচ্ছে পুলিশ।

যদি পুলিশের পক্ষে সম্ভব না হয় নজরদারি করা বা ধরে রাখা তাহলে এটা পৃথিবীর কেউ রাখতে পারবে না। সড়ক দখল করে রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের সব সড়কেই চলছে হকারদের রমরমা ব্যবসা।

রাজধানীর ফুটপাতে হকারদের রাজত্বের নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রভাবশালীদের চাঁদাবাজি। মতিঝিলের ফুটপাত ব্যবসায়ী, কাওসার, শামীম জানান, দৈনিক দোকান শুরু করলেই ৫০০ টাকা দিতে হয়। এ টাকা না দিলে আমরা বসতে পারবো না। লাইনম্যানকে দিতে হয়, প্রশাসন তো আছেই। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com