অবৈধভাবে ১৫ বছর দেশের সাধারণ মানুষকে পরাধীন করে রেখেছে সরকার, -মুজাহিদুল ইসলাম সেলিম

0

কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে।বিনা ভোটে নির্বাচিত সরকার অবৈধভাবে ১৫ বছর দেশের সাধারণ মানুষকে পরাধীন করে রেখেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজশাহীর গনকপাড়া মোড়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিভাগীয় সমাবেশ তিনি এ মন্তব্য করেন। সমাবেশের স্লোগান ছিলো- ‘দুনিয়ার মজদুর একহও, দুঃশাসন রুখে দাঁড়াও, মানুষ বাঁচাও, দেশ বাঁচা ‘

সমাবেশে রাজশাহী বিভাগের নেতাকর্মী-সমর্থকরা জনসভায় অংশগ্রহণ করে।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাগিব আহসান মুন্না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com