অত্যন্ত অসুস্থ খালেদা জিয়া কেবিনে নেই কোন জরুরি ব্যবস্থা!
গণতন্ত্রের মা, অন্যায় কারাবন্দি, নিরপরাধ, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ — বিভিন্ন সূত্র থেকে দেশবাসী ইতোমধ্যে এই বিষয়ে অবগত রয়েছেন।
জানাগেছে, দেশনেত্রী যে কেবিনে রয়েছেন, সেটি বিএসএমএমইউ হাসপাতালের এক কোণায় অবস্থিত। সেখানে নেই কোন আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এই হাসপাতালের যাবতীয় এডভান্সড সুবিধাদি, যেমন আইসিইউ ও ইমার্জেন্সি সেকশন ইত্যাদি অনেক দূরের আরেক ব্লকে অবস্থিত। গণতন্ত্রের মা খালেদা জিয়াকে যদি জরুরি ভিত্তিতে আইসিউতে নিতে হয়, তাও কমপক্ষে এক ঘন্টা লেগে যাবে।
অন্যদিকে জেল কর্তপক্ষ, গোয়েন্দা সংস্থা ও কর্তপক্ষের অনুমতি নিয়েই স্থানান্তর করতে হবে যার ফলে ইমার্জেন্সি সিচুয়েশনে উনাকে স্থানান্তর করতে অনেক সময় লাগবে এবং জীবনহানির ব্যাপক সম্ভাবনা থেকে যাচ্ছে।