গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি, আমাদেরকে লড়াই চালিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: নজরুল

0

গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি, আমাদেরকে লড়াই চালিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে একটি বিশেষ দলের অপচেষ্টা আমাদেরকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু তারা নিজেরা সেটি ভোগ করতে পারেনি। সেটা তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আজকেও আমরা একটা অপচেষ্টা দেখছি। দীর্ঘ বছরের পর বছর আন্দোলন করতে করতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয় আমরা একটি পরিবর্তন করেছি। লড়াইয়ের শেষ পর্যায়ে এ দেশের সচেতন ছাত্রসমাজের ভূমিকাকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে স্মরণ করি। কিন্তু এই লড়াইয়ের অর্জন, বিজয় সারা দেশের সব মানুষের। আপনাদের সবার অবদান এখানে আছে।

সোমবার (১৭ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক দফার দাবি ছিল ফ্যাসিবাদের পতন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে। আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে পেরেছি। তবে গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি। এজন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।

ড্যাবের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ড্যাব একটা ঐতিহ্যবাহী সংগঠন। যা নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আগামী কমিটিও নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হবে সেটিই প্রত্যাশা। মানুষ বিপদ থেকে মুক্তির আশায় আপনাদের কাছে আসে। তারা আপনাদেরকে শ্রদ্ধা ও সম্মান করে। আপনার কিছু বললে তারা গুরুত্ব দেয়। দয়া করে আপনারা তাদের বলুন যে, এই দেশ দীর্ঘ সময়ের আন্দোলন লড়াইয়ের মধ্যে দিয়ে একটা পরিবর্তন অর্জন করেছে।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ড্যাবের চিকিৎসক, বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের অনেকে অংশগ্রহণ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.