সুপ্রিমকোর্ট বারের ভোটের তারিখ ঘোষণা

0

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ ও ১২ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার সুপ্রিমকোর্টের শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করা হয়। সম্মেলনে জানানো হয়, কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন হবে। এসব পদে ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিল এবং ৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এদিকে নির্বাচন উপলক্ষে সাত সদস্যের নির্বাচন উপকমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এরই মধ্যে সরকারসমর্থক এবং বিএনপিসমর্থক আইনজীবীরা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। গত ১০ ফেব্রুয়ারি সরকারপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়। এতে বর্তমান সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিনকে আবারও সভাপতি পদে এবং আইনজীবী শাহ মঞ্জুরুল হককে সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়।

এদিকে ৫ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে প্যানেলের নাম ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করেন তিনি।

সবশেষ সুপ্রিমকোর্ট বারে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন আওয়ামীপন্থী প্যানেলের এম আমিন উদ্দিন। আর সাধারণ সম্পাদক টানা কয়েকবার নির্বাচিত হন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com