বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গুম-খুনসহ সব অন্যায়ের বিচার: তারেক রহমান
আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিগত ১৬ বছরের গুম, খুনসহ সব অন্যায়ের বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্তদের ন্যায্যবিচার নিশ্চিত করে দেশের মানুষকে বোঝাতে হবে, অন্যায়কারী অন্যায়কারীই। তাদের বিচার অবশ্যই হতে হবে। বিগত দিনে যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা ভুক্তভোগী হয়েছেন। আমিও আপনাদের বাইরে নই। আমি ও আমার হারিয়ে যাওয়া ছোট ভাইটিও আপনাদেরই অংশ। কারণ আমরাও আপনাদের মতো নির্যাতনের শিকার হয়েছিলাম।‘
গতকাল রবিবার (১৬ মার্চ) গুলশান-২ এর একটি রেস্টুরেন্টে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এতদিন হয়তো আপনাদের একটি কথা বলা হয়নি। গত কয়েকদিন আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে হম্মাম কাদের চৌধুরীও ছিলেন। পরবর্তী সময়ে আমার সঙ্গে দেখা করে হম্মাম বলেছিলেন— ভাইয়া আপনাকে যেখানে রাখা হয়েছিল আমিও সেখানে ছিলাম। অর্থাৎ আমারা অনেকেই আয়নাঘর থেকে ঘুরে এসেছি। অনেকেই আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ হয়তো ফিরে আসেননি।’
এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়েই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা হতাশ হবেন না, আশা রাখবেন। আমরা এতটুকু যেহেতু আসতে পেরেছি, ইনশাল্লাহ সামনের পথটুকুও পাড়ি দিতে সক্ষম হবো ‘
গুম, খুন হওয়া পরিবারগুলোর প্রতি যে অন্যায় ও অবিচার করা হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আগামীতে একটি নির্বাচিত সরকার আসলে, অভিযুক্তদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। কারণ আমরা যদি তাদের প্রতি অন্যায়ের বিচার না করেত পারি, তাহলে ভবিষ্যতে আবারও অন্যায় সংগঠিত হতে পারে।’
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের প্রত্যাশা ও জনগণের প্রত্যাশা আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণ যাদেরকে সমর্থন দেবে তারা সরকার গঠন করবে। আমি বিশ্বাস করি, সমস্ত রাজনৈতিক দল এবিষয়ে একমত পোষণ করবেন।’ অনুষ্ঠানে অংশগ্রহণ করায় তিনি নির্যাতনের শিকার পরিবারগুলোকে শুভেচ্ছা জানান।
গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়। এতে বিগত দিনে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থান নিহত ও আহত বেশ কয়েকটি পরিবার ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
‘আমরা বিএনপি পরিরবার’-এর সভাপতি আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, আবুল কাশেম।