মৃত্যু পথ যাত্রায় প্রেসিডেন্ট জিয়া, চিন্তা চেতনায় দেশ ও জনগণের কল্যাণঃ

0

২৯শে মে ১৯৮১,শুক্রবার।
উদ্দেশ্য চট্টগ্রাম সার্কিট হাউস।
ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে উপস্থিত সরকারি আমলা ও দলীয় নেতাকর্মীদের সাথে প্রয়োজনীয় কুশল বিনিময় করে ভি,আই,পি লাউঞ্জ থেকে বেরিয়ে প্রেসিডেন্ট জিয়া সোজা এগিয়ে গেলেন তাঁর জন্য অপেক্ষমাণ গাড়িবহরের দিকে।
গাড়িবহরের একদম সামনে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের জেলা প্রশাসকের দাপ্তরিক গাড়ি, হলদেটে খয়েরি রঙের এক টয়ােটা করােলা। রাষ্ট্রপতি চট্টগ্রামে এলে সাধারণত এই গাড়িতেই চলাফেরা করেন। তিনি গটগট করে হেঁটে গিয়ে সেটিতে উঠে বসলেন, তাঁকে অনুসরণ করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন।
অন্য সফরসঙ্গীরা উঠে বসলেন পেছনের গাড়িগুলােতে। রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর থেকে বেরিয়ে ছুটে চলল চট্টগ্রাম সার্কিট হাউসের দিকে।
সড়কের দুই পাশে সারি ধরে দাঁড়িয়ে আছে শত শত উৎসুক, আনন্দিত মানুষ। তারা এই রাষ্ট্রপতিকে খুব ভালােবাসে। তারা তার উদ্দেশে হাসিমুখে হাত নাড়ছে। রাষ্ট্রপতিও তাদের দিকে হাত নাড়ছেন।

বন্দর এলাকার ভেতর দিয়ে যেতে যেতে রাষ্ট্রপতির চিন্তার খাত হঠাৎ বদলে গেল।তিনি জেলা প্রশাসককে বললেন, ‘মিউনিসিপ্যালিটির লােকজন রাস্তাগুলাে চওড়া করার উদ্যোগ নেয় না কেন, বলতে পারেন?
চিটাগাং দেশের বিগেস্ট পাের্ট সিটি, আর এই সিটির রাস্তাগুলাের অবস্থা এই?এত সরু সরু রাস্তা দিয়ে কি বন্দরনগরী চলে?
উত্তরে জেলা প্রশাসক কী বলবেন তা শােনার অপেক্ষা না করেই রাষ্ট্রপতি বলে চললেন, আপনাদের প্রথমেই উচিত রাস্তা থেকে ওই আইল্যান্ডগুলাে তুলে দেওয়া। তাহলে রাস্তা কিছুটা হলেও চওড়া হবে।আর সড়কে আইল্যান্ড তৈরির কনসেপ্টটা বেরিয়েছিল কার মাথা থেকে? সড়কে আইল্যান্ড লাগবে কেন? রাস্তায় কীভাবে চলাচল করতে হয়, সেটা কি দেয়াল তুলে আর বেড়া দিয়ে কোনাে সভ্য জাতিকে শেখাতে হয়? লােকজনকে তাে সড়কে চলাফেরা করতে হবে নির্দিষ্ট লেন মেনটেইন করে। ডিসিপ্লিনড হতে হবে। ডিসিপ্লিন ছাড়া কোনাে জাতি উন্নতি করতে পারে?’
‘জি স্যার, নিশ্চয়ই।’ বিনীতভাবে বললেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন, কিন্তু মানুষের মধ্যে যখন ডিসিপ্লিনের প্রচণ্ড অভাব, তখন তাদের রাস্তায়| লেন মেনটেইন করে চলতে বাধ্য করা খুব কঠিন। এ অবস্থায় রােড আইল্যান্ডগুলাে কিন্তু একধরনের ন্যাচারাল ব্যারিয়ারের কাজ করে।
ঢাকার রাস্তাগুলাে থেকে আইল্যান্ড তুলে দেওয়ার পরের অভিজ্ঞতা কিন্তু ভালাে না, স্যার! আইল্যান্ডগুলাে সরিয়ে নেওয়ার পর থেকে ঢাকার
রাস্তাঘাটে কেডস কিন্তু আরও বেড়ে গেছে। এই দেশের পাবলিক কি লেন মেনটেইন করে চলে, স্যার? কেউ তাে কিছুই মানতে চায় না।’ ‘ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন গাে হ্যান্ড ইন হ্যান্ড।’ বেশ শাণিত কণ্ঠে বললেন রাষ্ট্রপতি, ‘ডিসিপ্লিন উইথ রেসপনসিবিলিটি। ইউ মাস্ট বি রেসপনসিবল হােয়েন ইউ আর ফ্রি।আদারওয়াইজ ইউ মাইট ডেসট্রয়
ইয়ােরসেলফ উইথ ইয়াের ইনডিসিপ্লিনড ফ্রিডম…।’ বক্তৃতার মতাে বলে চলেন রাষ্ট্রপতি।
জেলা প্রশাসক মনােযােগী ছাত্রের মতাে মাথা দোলাতে
থাকেন। একপর্যায়ে তিনি রাষ্ট্রপতির কণ্ঠে শুনতে পান লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতা নিয়ে আক্ষেপ : বাংলাদেশের পাবলিক স্বাধীনতা পেয়েছে,কিন্তু ডিসিপ্লিন জানে না। আর স্বাধীনতা পাওয়াটাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি, মাত্র নয় মাসে। ভিয়েতনামের মতাে যদি যুদ্ধটা করতে হতাে ১৫ বছর ধরে, তাহলে এই পাবলিক টের পেত স্বাধীনতার মূল্য কত!’
জেলা প্রশাসকের মনে হলাে নীরব থাকাই উত্তম। যে রাষ্ট্রপতি সাধারণত কম কথা বলেন, একটা-দুটো শব্দেই প্রয়ােজনীয় কাজের কথা সেরে ফেলা যার চিরকালের স্বভাব, তাকে আজ স্বতঃস্ফূর্ত-সাবলীলভাবে এত কথা বলতে
দেখে তার ভালাে লাগে, তার মন চায় রাষ্ট্রপতির এই কিছুটা প্রগল্‌ভ মেজাজ যেন অটুট থাকে।তিনি চুপচাপ শুনতে থাকেন রাষ্ট্রপতির কথাগুলাে।
‘ডিসিপ্লিন ছাড়া কোনাে দেশ গড়া যায় না,’ বলে চলেন রাষ্ট্রপতি,ইনডিসিপ্লিনড কোনাে নেশন কক্ষনাে উন্নতি করতে পারে না। পাবলিককে ডিসিপ্লিন শিখতে হবে, তাদের শিখতে হবে রাস্তাঘাটে কীভাবে চলতে হয়…।’

একটু পরেই পথ ফুরিয়ে এল। একে তাে রাষ্ট্রপতির গাড়িবহর, তার ওপর শুক্রবার। যানবাহনশূন্য রাস্তাটা শেষ হয়ে এল যেন চোখের পলকেই। সার্কিট
হাউসের কাছাকাছি এসে রাষ্ট্রপতি হঠাৎ নীরব হয়ে গেলেন; নিমগ্ন হয়ে পড়লেন কী এক গভীর চিন্তায়। সেটা লক্ষ করে জেলা প্রশাসকের মনটা একটু
খারাপ হয়ে গেল। রাষ্ট্রপতির এমন গম্ভীর চেহারা মােটেও স্বস্তিকর নয়। নীরব ও গম্ভীর রাষ্ট্রপতি এবং অনিশ্চিত অস্বস্তিতে ভুগতে থাকা জেলা প্রশাসককে নিয়ে গাড়িটি অচিরেই সার্কিট হাউসের লােহার গেট পেরিয়ে ঢুকে পড়ল ভেতরের গাছপালায় ঘেরা লনে, যার ভূমিতে বেশ ঘন হয়ে গজিয়েছে ঘাস।
রাষ্ট্রপতি নামার আগে জেলা প্রশাসককে জিগ্যেস করলেন, জুমার নামাজ আদায়ের ব্যবস্থা করেছেন কোথায়?
‘চন্দনপুরা মসজিদে, স্যার।’ এমন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক বাংলাদেশের মাটিতে কোনদিনও জন্ম নেবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com