নতুন মামলায় গ্রেফতার সালমান, আতিকুল, মুহিবুল

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ তিনজনকে। অন্য দু’জন হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক।

বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে গ্রেফতার আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টায় আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

এর মধ্যে ভাটারা থানার একই হত্যা মামলায় সালমান এফ রহমান ও আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মহিবুল হককে।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গত ১৬ অক্টোবর আতিকুলকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ২০ নভেম্বর রাতে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে গ্রেফতার করে পুলিশ। তারা প্রত্যেকেই বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ শেষে কারাগারে আটক আছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.