খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রবাসে করনীয় শীর্ষক বিএনপি অস্ট্রেলিয়ার মত বিনিময় সভা।

0

সিডনি রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে দলের চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রবাসে করনীয় শীর্ষক এক মত বিনিময় সভা ১৮ই ফেব্রুয়ারি ২০২০ সিডনির স্থানীয় স্টার কাবাব ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারী ওশিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের তত্বাবধানে ও পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, সাবেক আহ্ববায়ক জনাব দেলোয়ার হোসেন,অস্ট্রেলিয়া লিবারেল পাটী ওয়াটসনের ফেডারেল এমপি পদপ্রার্থী ও কাউন্সিলর মোঃশাহেজামান টি টু,ডাঃ আব্দুল ওহাব বকুল। আর ও উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব লুৎফুল কবির,সিনিয়র সহসভাপতি কুদরত উল্লাহ লিটন, আলহাজ্ব মোঃ নাসিম উদ্দিন আহম্মেদ,মোঃমোবারক হোসেন, তারিক উল ইসলাম তারেক, ইয়াসির আরাফাত সবুজ,এএন এম মাসুম,আজাদ কামরুল হাসান আজাদ,আবু সায়েম সুমন, খাইরুল কবির পিন্টু ,ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, সুমন মোহাম্মদ রানা ,ইন্জিনিয়ার হাবিব রহমান, মৌহাইমেন খান মিশু, জাবেল হক জাবেদ, আব্দুল করিম,গোলাম রাব্বানী শুভ, মোহাম্মদ জাকির হোসেন রাজু, জাহিদ আবেদীন,গোলাম রাব্বানী, মোহাম্মদ নাসির আহম্মেদ,আনিসুর রহমান ,নূর মোহাম্মদ মাসুম বিল্লাহ,অসিত গোমেজ,প্রবীএ বড়ুয়া, পংকজ বিশ্বাস,মোঃকামরুজ্জামান সহ অসংখ্য নেতৃবৃন্দ। নিপুন রায় চৌধুরী বলেন, বাংলাদেশে কোন গণতন্ত্রের অস্তিত্ব নাই।একটা মিথ্যা বানোয়াট মামলায় ১৭ কোটি মানুষের আপষহীন নেএীকে আইন আদালতকে ব্যাবহার করে সাজানো রায়ের মাধ্যমে বন্দি করে রাখছেন। কিন্তু জনগনের ভোটাধিকার হরণ করে কেউ কোন দিন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই আওয়ামীলীগ ও পারবেনা। নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন আপনারা হতাশ হবেন না শুধু ধৈর্য ধারণ আমরা গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য মৃত্যুবরন করতে প্রস্তুত তবু আপষহীন নেএীকে মুক্ত করব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com