জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন: টুকু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন। এই দাবি বিএনপি মানবে না। তিনি বলেন, দেশে একটি সংবিধান বিদ্যমান থাকার পর গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই। এসব করা হচ্ছে শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করার জন্য।

গতকাল রোববার (৯ মার্চ) সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচন ইস্যুতে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, গণপরিষদের প্রয়োজন আছে কি? বাংলাদেশে একটি সংবিধান আছে, সেই সংবিধান তো বাতিল করা হয়নি। সুতরাং একটি সংবিধান বিদ্যমান থাকার পরও গণপরিষদ নির্বাচনের কোন প্রয়োজন নেই। এই দাবি ভিত্তিহীন ও অযৌক্তিক। নির্বাচন করতে হবে পার্লামেন্ট নির্বাচন, পার্লামেন্ট গঠনের পর যে সংবিধান আছে তা সংস্কারের জন্য বিএনপির যে ৩১ দফা দেওয়া আছে তা বাস্তবায়ন করতে চাইলে সংবিধান সংশোধন করা হবে; কিন্তু এখন এসব দাবি তুলে নির্বাচনকে পেছানোর চেষ্টা চলছে। এগুলো আমরা মেনে নেব না।

এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. ইউনূসের মতো এক বিশ্ববরেণ্য মানুষ এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তাই মানুষের তার কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু এখন মানুষ দেখছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ হয়নি, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, নারী নিরাপত্তাহীনতায় ভুগছে, কে কি পোশাক পরবে না পরবে সেটা বলা হচ্ছে, এই সব বলে একটি ঘোলা পানির পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে জাতির কোনো কল্যাণ হবে না। কল্যাণ হবে পতিত দলের।

তিনি বলেন, বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটি জাতীয় নির্বাচন করে সংবিধানে যা যা সংশোধন প্রয়োজন তা করতে হবে, বিএনপি তো মানা করছে না। আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.