নারী নির্যাতন ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কার্যকর কোনও ভূমিকা নেই: সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নারী নির্যাতন ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কার্যকর কোনও ভূমিকা নেই, তারা চুপচাপ রয়েছে। অনেক ভালো ভালো কথা বললেও কোনও বিষয়ে জরুরি সিদ্ধান্ত নিতে পারছে না।
সেলিমা রহমান বলেন, ‘নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তারপরও আমরা এখনও পুরুষতান্ত্রিক মনোভাবে রয়েছি।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে সামাজিক অবক্ষয় ও অস্থিরতা বাড়ছে। বৈষম্যবিরোধীরা বিভিন্ন জেলার সরকারি দফতরে বসে থাকে। আমি বলবো, আপনারা রাজনৈতিক দল করেছেন, এ জন্য আপনাদের অভিনন্দন জানাই। সেই সঙ্গে এখনই পড়ার টেবিলে ফেরা উচিত বলে মনে করি।’
সেলিমা রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিগত দিনে নারী নিপীড়নকারীদের পুরস্কৃত করেছে শেখ হাসিনার সরকার। আমরা আশা করেছিলাম, এই সরকার নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবে। কিন্তু সরকার কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।