শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই: খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই। কোনও অজুহাতেই নির্বাচনি ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেল শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লারস অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, একটি পক্ষের নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে— এমন মনোভাব পতিত স্বৈরাচার শেখ হাসিনার মনোভাবকে স্মরণ করিয়ে দেয়।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতির সঙ্গে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, সমাজের নীতি-নৈতিকতাও ধ্বংস হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গোলটেবিল বৈঠকে সাবেক এই বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকিংয়ের মতো শিল্পকে শুধুই মনিটরিং করা হচ্ছে। এক্ষেত্রে সাহায্য করার কথা ভুলে গেছে সরকার। এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে। মানুষ শিল্প কারখানা দিতে পারছে না। সরকার ওয়াচডগের ভূমিকা পালন করবে। আমরা যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারি তবে, সব ট্রেড সংগঠনগুলো সেলফ রেগুলেট করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.