স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে ভয়ংকর বিপদে পড়বে জাতি: দুদু
স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ৯০ এর গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে। বুঝতে পারছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারে না, যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ছায়া আবৃত্তি প্রকাশনীর উদ্যোগে জামাল উদ্দিন জামালের লেখা সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খারাপ লোকও আছে, ভালো লোকও আছে। সেই ভালো লোকদের একজন হচ্ছেন লে. জে. মাহবুবুর রহমান।
তিনি বলেন, এটা কিন্তু প্রথম গণঅভ্যুত্থান না। আজকে যারা গণঅভ্যুত্থান করে ফ্যাসিজমের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছেন সেইসব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, তরুন, এ জাতির ভবিষ্যৎ। তারা জাতি পুনর্নির্মাণে নিজেদের উৎসর্গ করেছেন। অনেকে আহত হয়ে বিছানায় আছেন। তাদের সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না। বারবার তারা রাস্তায় নেমে আসছেন। কিন্তু নব্বইয়ের যে ছাত্র-গণঅভ্যুত্থান তখন কিন্তু ৩০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল। কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে বারবার। বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশি টেনে নিয়ে যাই ষড়যন্ত্রকারীরা লাভবান হতে পারে। জানার পরও একটি সাধারণ নির্বাচন, জাতীয় নির্বাচন দেওয়া হচ্ছে না।
বিএনপির এই নেতা আরও বলেন, এদেশের মানুষ ১৫ বছর ভোটাধিকার পায় নাই, সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ভোটের দিকে যদি আমরা যেতে পারতাম, এটা আমার নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে এই সংকট কিছুটা হলেও কাটাতে পারতাম। এই সংকট কাটাতে হলে আপনাকে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, সংকট এখনো কাটেনি। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের শত্রু আছে। পার্শ্ববর্তী দেশও আর অন্য কেউ হোক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।