দেশের সার্বিক পরিস্থিতি খুবই নাজুক: রুমিন ফারহানা

0

দেশের সার্বিক পরিস্থিতি খুবই নাজুক জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, অনেকে বলছেন- বিএনপি নির্বাচনের জন্য কেন বারবার তাগাদা দিচ্ছে। তাদের বলব আইনশৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করুন। কী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। ছিনতাই রাহাজানি, কুপিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া, দিনদুপুরে ডাকাতি। সার্বিক পরিস্থিতি খুবই নাজুক।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে যখন নির্বাচিত সরকার থাকে তখন প্রশাসন, পুলিশ অনেক বেশি শৃঙ্খলার মধ্যে থাকে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিকভাবে চলতে পারে এজন্য সংঘবদ্ধ শক্তি থাকে। আর যখন দেশে দীর্ঘ সময় অনির্বাচিত সরকার থাকে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভয়াবহ হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.