ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ নারী আটক

0

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকার একটি বাড়ি থেকে তাকে করা গ্রেফতার হয়।

এসময় তার থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশা টানার পাইপ, ত্রিশূল, হুক্কা, কল্কি, পাঁচ সৌদি রিয়াল ও দুই হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নাদিরা আক্তার হ্যাপি ওই এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসার ভাড়াটিয়া। হ্যাপি তার স্বামী আবু হোসেনের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন। এরপর অভিযান চালিয়ে হ্যাপিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, হ্যাপি অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.