মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাস্তা থেকে তুলে নিয়ে নারী পোশাককর্মীকে দল বেঁধে ধর্ষণ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধারালো অস্ত্রের মুখে রাস্তা থেকে তুলে নিয়ে ধলেশ্বরী নদীর তীরে এক নারী পোশাককর্মীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ১৫ দিন পর সিরাজদীখান থানায় মামলা হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার বিকেলে ধর্ষণের শিকার নারী পোশাককর্মী পাঁচজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।
পরে ওই দিন রাতে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। এরপর রাত ১১টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি নুরুল ইসলাম নুরু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নুরু ওই গ্রামের ওসমান গনির ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা অভিযোগে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের ডিসি প্রজেক্টসংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে ওই পোশাককর্মীকে পাঁচ আসামি ধর্ষণ করে। ২৯ বছর বয়সী ওই নারী নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক পঞ্চবটি এলাকার একটি গার্মেন্টে চাকরি করেন। ঘটনার দিন কর্মস্থল থেকে সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বাজারে স্বামীর মুদি দোকানে যাচ্ছিলেন। সিরাজদীখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘ওই নারী গার্মেন্ট কর্মীর লিখিত অভিযোগ পেয়ে ডিসি প্রজেক্টসংলগ্ন ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে থানায় মামলা রুজু করা হয়। এরপরই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’