অধিকার পুনরুদ্ধার করতে হলে প্রথম কাজ হচ্ছে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা: মিন্টু
বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, অন্তর্বর্তী সরকার এবং কারো বিরুদ্ধে নয়। আমাদের আসল উদ্দেশ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেটা এখনো হয়নি।
আমরা চায় বিএনপি সাংগঠনিক দিক থেকে একটা শক্তিশালী সংগঠনে পরিণত হোক। বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে।
গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সংস্কারের বিষয়ে বিএনপির ওই নেতা বলেন, এই সরকার শুধু সংস্কার সংস্কার করছে, আমরাও সংস্কারে বিশ্বাস করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে একটা কার্যক্রম সংস্কার প্রস্তাব জাতির সামনে দিয়েছেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফার একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে দিয়েছেন। পরবর্তীতে সব দলের সাথে আলাপ করে ৩১ দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছেন। আমরা সংস্কারও চায় জনগণের সরকারও চায়। কিন্তু সংস্কার সংস্কার করে যেন আমাদের জনগণের সরকার থেকে, গণতান্ত্রিক সরকার থেকে, অধিকার থেকে বঞ্চিত না করেন বা বঞ্চিত না করতে পারে এজন্য প্রয়োজন একটা সুসংগঠিত সংগঠন। উদার রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ দেশের মানুষের সাংবিধানিক, মানবাধিকার, ভোটের অধিকারগুলো গত স্বৈরাচারী সরকার যারা জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে এই অধিকারগুলো পুনরুদ্ধার করার জন্য।
এ সময় আউয়াল মিন্টু বলেন, অধিকার পুনরুদ্ধার করতে হলে প্রথম কাজ হচ্ছে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করেছে তার মধ্যে একটাই বড় আবিষ্কার সেটা হলো, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার।
বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।