বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে: মঈন খান
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে—এমনই আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের এক সভায় এ আশ্বাস দেন তিনি।
এ সময় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালকদের প্রতি আহ্বান জানান, আপনারা রাস্তায় শৃঙ্খলা মেনে গাড়ি চালাবেন। সেই সঙ্গে মানুষের সেবা করবেন।
আলোচনা সভায় সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে ১২টি দাবি জানানো হয়। এর মধ্যে ১০টি দাবিকে সমর্থন জানিয়ে ড. মঈন বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করব।
সভায় সব মামলার ডাবল জরিমানা আদায় বন্ধের আহ্বান জানান বক্তারা। এছাড়াও যে কোনো মামলার জরিমানা ১ হাজার টাকা নির্ধারণ করাসহ বেশকিছু দাবি তুলে ধরেন।