ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের ডিসি-পুলিশ কমিশনারের অপসারণ দাবি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান, কেন্দ্রীয় সদস্য এম সোয়েব, গাজীপুর মহানগরের গাছা থানা প্রতিনিধি আনিসুর রহমান ও টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি নাবিল ইউসুফ প্রমুখ।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে। জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ওপর হামলায় ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসন বিলম্ব করে পৌঁছায়। এতে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানান। এছাড়া গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) অপসারণের দাবি করেন তিনি।