সাকিব না থাকায় অবশ্য প্রতিদ্বন্দ্বিতা কমবে, স্পিনাররাই জিম্বাবুয়ের জন্য চ্যালেঞ্জ
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান। সাকিব না থাকলেও বাংলাদেশের স্পিনারদের সামলানো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জিম্বাবুয়ের উইকেটকিপার-ব্যাটসম্যান রেগিস চাকাভা। কাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর তিনি বলেন, ‘স্পিনারদের সামলাতে হলে আমাদের সেরাটা দিতে হবে। কীভাবে তাদের সামলানো যায় এটা একটা বড় চ্যালেঞ্জ। আশা করি আমরা ভালো করতে পারব।’
বাংলাদেশের টেস্ট দল নিয়ে চাকাভা বলেন, ‘বাংলাদেশ সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। কিন্তু আমরা বাংলাদেশের স্কোয়াড নিয়ে চিন্তা না করে নিজেদের ওপর ফোকাস রাখছি। নিজেদের শক্তির প্রতি মনোযোগ দিচ্ছি। আমরা কী করতে পারি তার ওপর আস্থা আমাদের।’ জিম্বাবুয়ের প্রায় প্রত্যেক খেলোয়াড় বাংলাদেশের কন্ডিশন উপভোগ করেন। এর আগের সফরে সিলেটে টেস্ট জিতেছে জিম্বাবুয়ে। এবারও একমাত্র টেস্ট ম্যাচ জিততে চায় সফরকারীরা।
চাকাভা বলেন, ‘সিলেটে আমরা যেভাবে ম্যাচ জিতেছিলাম সেভাবে পারফর্ম করে আবারও জয় পেতে চাই।’ সাকিবের না থাকা নিয়ে চাকাভা বলেন, ‘সাকিব একজন বড়মাপের ক্রিকেটার। কিন্তু সাকিব ছাড়াও বাংলাদেশ দলে আরও কয়েকজন আছে, যারা খুবই ভালো। সাকিব না থাকায় অবশ্য প্রতিদ্বন্দ্বিতা কিছুটা কমবে।’
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। বিকেএসপিতে আজ শুরু হবে দু’দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে বিসিবি একাদশে রয়েছেন ছয়জন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। এছাড়া এইচপি ও পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে দল করেছে বিসিবি।