দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

0

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাজীর মোড় এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কাভার্ডভ্যানটিসহ ঘাতক চালক ও তার সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- মো. শাহিনুর আলম (৩০) ও সুখদেব কুমার রায় (৪২)। আর আহত মোটরসাইকেল আরোহীর নাম সাজেদুর রহমান (২৮)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের কাভার্ডভ্যান সৈয়দপুর যাচ্ছিল। পথে হাজীর মোড় এলাকায় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com