জিডির এক ঘণ্টার মধ্যেই পুলিশ যাবে ঘটনাস্থলে: ডিএমপি কমিশনার

0

থানায় জিডি (সাধারণ ডায়েরি) হওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রাথমিক ব্যবস্থা গ্রহণের নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এজন্য ডিএমপির ৫০ থানায় তিনজন করে প্রশিক্ষিত লোকবল নিয়োগ করা হয়েছে। জিডি হওয়ার এক ঘণ্টার মধ্যে তারা ঘটনাস্থলে যাবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তারা জানানোর পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, প্রতিটি থানায় জিডির কুইক রেসপন্সের জন্য তিনজন করে প্রশিক্ষিত কনস্টেবলদের নিযুক্ত করা হয়েছে। রোববার দুপুরে এ বিষয়ে ৫০ থানার ওসির সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, আমরা জনগণের সেবক হতে চাই। জনগণ যাতে পুলিশি সেবায় সন্তুষ্ট থাকেন। এ বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। জনগণের যে কোনো সমস্যায় আইনি সেবা দিতে পাশে দাঁড়াতে হবে। নগরীর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক পুলিশ সদস্যকে কাজ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.